মাশরুম স্যুপ ও মাশরুম চিকেন স্যুপ

আজকে আমাদের আলোচনার বিষয় মাশরুম স্যুপ ও মাশরুম চিকেন স্যুপ

মাশরুম স্যুপ ও মাশরুম চিকেন স্যুপ

মাশরুম স্যুপ

আমরা ধীরে ধীরে পশ্চিমা সংস্কৃতির প্রতি অভ্যস্ত হয়ে পড়ছি। স্যুপ রান্নার জন্য উপরকরণ নিম্নরূপ :

 

মাশরুম স্যুপ ও মাশরুম চিকেন স্যুপ

 

প্রস্তুতপ্রণালি :

১। প্রথমে মাশরুম কুচি করে নিতে হবে।

২। সসপ্যান বা পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি ও মাশরুম কুচি এবং লবণ দিয়ে নাড়তে হবে।

৩। সব উপকরণ নরম হয়ে গেলে তাতে সয়াসস দিতে হবে।

৪। এরপর পাত্রে ৮ কাপ পানি দিয়ে ভালভাবে ফুটাতে হবে।

৫। ১ কাপ ঠাণ্ডা পানিতে কর্ন ফ্লাওয়ার মিশিয়ে স্যুপের মধ্যে ঢেলে চামচ দিয়ে অনবরত নাড়তে হবে ।

৬। তারপর ডিমের সাদা অংশ কাঁটা চামচ দিয়ে ফেটে স্যুপের মধ্যে এমনভাবে মেশাতে হবে যেন স্যূপে চিকন চিকন রেখা ফুটে উঠে।

৭। সর্বশেষ টেস্টিং সল্ট মিশিয়ে নামাতে হবে।

৮। পুষ্টিগুণ ভরা এ মাশরুম স্যুপ খেতে খুবই সুস্বাদু এবং এতে ৮ জন খেতে পারবে।

 

মাশরুম স্যুপ ও মাশরুম চিকেন স্যুপ

মাশরুম চিকেন স্যুপ :

আমাদের দেশে বর্তমানে চীনা রেস্তোরাঁয় স্যুপ খাওয়া অত্যন্ত জনপ্রিয়। এর মধ্যে চিকেন মাশরুম স্যুপ হলে নতুনত্ব ও বৈচিত্র্যময় হয়ে থাকে। চিকেন মাশরুম স্যুপ তৈরির জন্য মাশরুম ২৫০ গ্রাম, পেঁয়াজ ২টি, মুরগির স্টক ৪ কাপ, বাটার অয়েল ২০ গ্রাম, আদা ২৫ গ্রাম, পানি ৩ কাপ, লবণ, টেস্টিং সল্ট পরিমাণমতো লাগবে । মুরগির স্টক তৈরির জন্য ৩০০-৪০০ গ্রাম ওজনের একটি মুরগি আড়াই লিটার পানিতে পরিমাণমতো লবণ ও আদা দিয়ে ৩০-৪৫ মিনিট সিদ্ধ করা হয়।

মাংসগুলো নরম হয়ে আলাদা হয়ে গেলে ছাঁকনি দিয়ে ছেকে মুরগির হাড়গুলো আলাদা করা হয় এবং বাকি মাংস স্টক পানির সাথে মিশিয়ে নেওয়া হয়। মাশরুম ও পেঁয়াজ চাকা করে কেটে বাটার অয়েল দিয়ে হালকাভাবে ভেজে নেওয়া হয়। এবার উক্ত ভাজা মাশরুম, মুরগির হাড় ও মাংস সিদ্ধ স্টক পানিতে ৫-১০ মিনিট ফুটিয়ে নিতে হয়।

প্রয়োজনমতো লবণ ও একটি কাপে অল্প পানিতে কর্ন ফ্লাওয়ার গুলিয়ে মিশিয়ে দেয়া হয়। ২-৩ মিনিট সিদ্ধ করার পর টেস্টিং সল্ট দিয়ে নামিয়ে সসসহ পরিবেশন করা হয়।

 

মাশরুম স্যুপ ও মাশরুম চিকেন স্যুপ

 

এছাড়া পাতলা ডালের সাথে মাশরুম দিয়ে শুধু মাশরুম স্যুপ এবং হালিম তৈরির সময় মাশরুম দিয়ে মাশরুমের হালিমও তৈরি করা যায়।

আরও দেখুন : 

Leave a Comment