আজকে আমাদের আলোচনার বিষয় ভুট্টার জাত, মৌসুম, পুষ্টিমান, সংরক্ষণ, পোকামাকড় ও মিলিং অনুশিলন প্রশ্ন
Table of Contents
ভুট্টার জাত, মৌসুম, পুষ্টিমান, সংরক্ষণ, পোকামাকড় ও মিলিং অনুশিলন প্রশ্ন
অতি সংক্ষিপ্ত প্রশ্ন :
১. ভুট্টার বৈজ্ঞানিক নাম কী ?
২. ভুট্টার পুরুষ ফুলকে কী বলে?
৩. ভুট্টার স্ত্রী ফুল পরাগায়িত হয়ে কী উৎপাদন করে ?
৪. ভুট্টার দানা কী জাতীয় ফল?
৫. ভুট্টা উৎপদানকারী দেশগুলো কী কী?
৬. চাল ও গমের তুলনায় ভুট্টার হেক্টর প্রতি ফলন কত?
৭. ভুট্টা একাধারে কী কী হিসেবে ব্যবহার করা হয়?
৮. ভুট্টার সাথে সাথী ফসল হিসেবে কী কী ফসল চাষ করা যায়?
৯. সুইট কর্ণ বলতে কী বুঝায় ? ১০. বেবি কর্ন বলতে কী বুঝায় ?
১১. ভুট্টার বীজ কখন বপন করতে হয়?
১২. ভুট্টার অন্তর্বীজ বা কার্নেল কাকে বলে?
১৩. সস্য বা এন্ডোসপার্মে কী থাকে ?
১৪. ভুট্টার ভ্রূণ কী কী নিয়ে গঠিত?
১৫. ভুট্টার ক্যারোটিনের পরিমাণ কত?
১৬. ভুট্টার দানায় কত ভাগ তেল থাকে ?
১৭. ভুট্টার শস্যদানা গোলাজাত করার সময় আর্দ্রতা কত রাখতে হয়?
১৮. গোলাঘর ও ভুট্টা রাখার পাত্র কীভাবে শোধন করতে হয়?
১৯. গুদামঘরে ফসলের জন্য কী ট্যাবলেট ব্যবহার করতে হয়?
২০. গুদাম ঘরে কী কী জৈব কীটনাশক ব্যবহার করতে হয়?
২১. ভুট্টা মিলিং কতভাবে করা যায়?
২২. কিসের সাহায্যে ভুট্টার দানা থেকে ভ্রূণ আলাদা করা হয়?
২৩. ভুট্টার আটা মিলিং করার পর পরই কী করা উচিত?
২৪. ভুট্টার আটার সাথে কী দিয়ে রুটি বানাতে হয়?
২৫. স্টিপিং বলতে কী বুঝায়?
২৬. ভিজা মিলিং থেকে একই সাথে ভুট্টা থেকে কী কী পদার্থ পাওয়া যায়?
২৭. ভুট্টার আটা থেকে কী কী দ্রব্য পাওয়া যায়?
২৮. পশুখাদ্য হিসেবে ভুট্টা কতভাবে ব্যবহার হয়?
২৯. ভুট্টা গাছের ডাঁটা ও পাতা থেকে কীভাবে উত্তম গো-খাদ্য তৈরি করা যায়?
৩০. সাইলেজ কাকে বলে?
৩১. ভুট্টার সাইলেজ কীভাবে খাওয়ালে গরুর মাংস ও দুধ বৃদ্ধি পাবে?
৩২. ভুট্টার দানা কী কী অ্যামাইনো এসিড সমৃদ্ধ ?
৩৩. ভুট্টার দানার সাথে কী কী মিশিয়ে উত্তম গো-খাদ্য তৈরি করা যায়?
৩৪. মুরগির খাদ্যে কতভাগ ভুট্টা ব্যবহার করলে ডিমের কুসুম হলুদ হবে?
৩৫. বর্তমানে মুরগির খাদ্যে গমের পরিবর্তে ভুট্টার কদর বাড়ছে কেন?
সংক্ষিপ্ত প্রশ্ন :
১. ভুট্টার পরিচিত ও গুরুত্ব বর্ণনা কর।
২. সুইট কর্ন ও বেবি কর্ন কী?
৩. ভুট্টার দানার গঠন বর্ণনা কর ।
৪. চাল ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান কীরূপ?
৫. ভুট্টার তেলের উপকারিতা কী কী?
৬. ভুট্টার সংরক্ষণ পদ্ধতি বর্ণনা কর।
৭. গোলাজাত ভুট্টার পোমাকড় কয়টি ও কী কী?
৮. ভুট্টার শুকনা মিলিং-এর ফ্লোচার্ট লেখ।
৯. ভুট্টার ভিজা মিলিং-এর ফ্লোচার্ট লেখ।
১০. ভুট্টা মিলিং-এর পর ভুট্টার উপজাতগুলো কী কী?
রচনামূলক প্রশ্ন :
১. ভুট্টার পরিচিতি, উল্লেখযোগ্য জাত, দানার বিভিন্ন অংশ ও পুষ্টিমান বর্ণনা কর ।
২. ভুট্টা সংরক্ষণ, গোলাজাত, পোকামাকড়ে আক্রমণ ও সেগুলোর দমন ব্যবস্থা বর্ণনা কর ।
৩. ভুট্টার শুকনা মিলিং বর্ণনা কর ।
৪. ভুট্টার ভিজা মিলিং বর্ণনা কর ।
৫. ভুট্টা মিলিং-এর উপজাতগুলো কী কী?
আরও দেখুন :