এক নজরে ভিটামিনসমূহের প্রধান উৎস ও কাজ । Main Sources and Functions of Vitamins in An Uninterrupted Sequence

আজকে আমরা  আলোচনা করবো এক নজরে ভিটামিনসমূহের প্রধান উৎস ও কাজ সম্পর্কে । যা খাদ্য রসায়নের মৌলিক ধারণা অধ্যায়ের অর্ন্তভুক্ত।

 

এক নজরে ভিটামিনসমূহের প্রধান উৎস ও কাজ । Main Sources and Functions of Vitamins in An Uninterrupted Sequence

 

এক নজরে ভিটামিনসমূহের প্রধান উৎস ও কাজ । Main Sources and Functions of Vitamins in An Uninterrupted Sequence

ভিটামিন বা খাদ্যপ্রাণ হলো জৈব খাদ্য উপাদান যা সাধারণত খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। দেহে ভিটামিন বা খাদ্যপ্রাণের অভাবে বিভিন্ন রোগ বা সমস্যার প্রাদুর্ভাব হয়।

 

এক নজরে ভিটামিনসমূহের প্রধান উৎস ও কাজ । Main Sources and Functions of Vitamins in An Uninterrupted Sequence

 

নিম্নে ভিটামিনসমূহের প্রধান উৎস ও কাজ সম্পর্কে আলোচনা করা হলঃ

ভিটামিন  ভিটামিনের প্রধান উৎস ভিটামিনের প্রধান কাজ
ভিটামিন A ক্যারোটিনবিশিষ্ট শাকসবজি এবং সামুদ্রিক মাছের যকৃত, মিঠা পানির মাছ এবং এ মাছ খায় এমন প্রাণী। দেহের গঠন ও বর্ধন, হাঁড় ও দাঁতের স্বাভাবিক গঠন ও বিকাশ, দৃষ্টি শক্তি ঠিক রাখে।
ভিটামিন-D যকৃত, মাছের তৈল, দুধ, মাখন, ডিমের কুসুম ক্যালসিয়াম শোষণ, অস্থি ও দাঁতের গঠন এবং রক্তে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে।
ভিটামিন E উদ্ভিজ্জ তৈল যেমনঃ সয়াবিন তৈল ও শাকসবজি, যকৃত এটি কোষের বাহিরে ও ভিতরের গঠন কাজে নিয়োজিত।
ভিটামিন K সবুজ সবজি ও উদ্ভিজ্জ তৈল, শুকনো মাছ। এটি প্রোথোমিন নামক প্রোটিন তৈরি করে।
ভিটামিন B1 ঢেঁকিছাটা চাল, ডাল, চাল, গম, ডিম, সবজি ,ঈস্ট, ফুলকফি, সয়াবিন, ঈস্ট দেহের স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজন।
ভিটামিন-B2চাল, গম, ডাল, আলু, ঈস্ট, শাকসবজি, দুধ, ডিম, লিভার, কিডনী কোষের বিক্রিয়া কার্যের ক্ষেত্রে ভূমিকা রাখে।
ভিটামিন-B3দানাশস্য, মিষ্টি আলু, ঈস্ট, যকৃত, ডিম দেহে হিমোগ্লোবিন ও কো-এনজাইম উৎপাদন করে।
ভিটামিন-B5 উদ্ভিদ ও প্রাণী টিস্যুতে, দানাশস্য, আলু, টমেটো, চাল, ডাল, আলু, বাদাম । কার্বোহাইড্রেট বিপাকে এর ভূমিকা রয়েছে।
ভিটামিন-B6 অঙ্কুরিত বীজ, দানাশস্য ও ইস্ট যকৃত,ডিমের কুসুম অ্যামাইনো এসিড ভাঙ্গা ও সংশ্লেষণ।
ভিটামিন B9 সবুজ শাকসবজি, ইস্ট, গম, লিভার ও কিডনী এর অভাবে রক্তাল্পতা সৃষ্টি হয়।
ভিটামিন B12 যকৃত, কিডনী, ডিম মাংস, দুধ, পনির  এটি দেহের শোষণ কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করে।
ভিটামিন C সবুজ শাকসবজি, লেবু, আমলকি, জলপাই, পেয়ারা, আম, পেঁপে, লেবু, আনারস, আমড়া  কার্বোহাইড্রেট ও অ্যামাইনো এসিডের বিপাকে ভূমিকা রাখে।
ভিটামিন-B7 ঈস্ট, লিভার কিডনী ও দুধ, ডিমের কুসুম, গুড়। গ্লুকোজ থেকে শক্তি উৎপাদনে এর ভূমিকা রয়েছে।

 

এক নজরে ভিটামিনসমূহের প্রধান উৎস ও কাজ । Main Sources and Functions of Vitamins in An Uninterrupted Sequence

 

আরও দেখুনঃ

Leave a Comment