বিস্কুট প্রস্তুত করণ | ফুড প্রেসেরভেশন

বিস্কুট প্রস্তুত করণ ক্লাসটি “ফুড প্রেসেরভেশন-২ (৬৬৯৫১)/Food Preservation-2 (66951)” বিষয়ের পাঠ। আজকের ক্লাসটি “ফুড প্রসেসিং & প্রেসেরভেশন-২/Food Processing & Preservation-2” কোর্সের অংশ। ফুড প্রেসেরভেশন-২ (৬৬৯৫১) [Food Preservation-2 (66951) ] কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের [Bangladesh Technical Educaiton Board, BTEB], ভাকেশনাল [Vocational] ডিসিপ্লিনের, ফুড [Food] ট্রেডের অংশ।

 

বিস্কুট প্রস্তুত করণ

নোনতা বিস্কুট তৈরির পদ্ধতি

উপকরণঃ

  • মাখন- ১ কাপ
  • কৃত্রিম চিনি- ১৬ প্যাকেট
  • পানি- ১/২ কাপ
  • লবণ- ২ চা চামচ
  • এলাচ গুড়া- ৪ টি
  • বেকিং পাউডার- ১ চা চামচ
  • ময়দা- ৩ কাপ
  • কালজিরা- ১/৪ চা চামচ

 

বিস্কুট বিস্কুট প্রস্তুত করণ | ফুড প্রেসেরভেশন

 

প্রস্তুত প্রণালী

(১) মাখন ও চিনি একসঙ্গে অল্প অল্প করে পানি দিয়ে বিট করতে হবে ।

(২) ঘি ব্যবহার করলে পানি কম দিবেন।

(৩) ভালভাবে মাখন বিট করলে হালকা হয়ে উঠলে এলাচ গুঁড়া ও কালজিরা মিশিয়ে দিন। বেকিং পাউডার দিয়ে মিশান এবং লবণ দিন।

(৪) প্রথমে অর্ধেক ময়দা দিয়ে মাখান তারপরে কিছু কিছু ময়দা দিয়ে মাখতে থাকুন। ময়দার তাল শক্ত হলে হাতের তালু দিয়ে ভালোভাবে মাখুন। ময়দার তাল নরম মনে হলে অল্প ময়দা যোগ করুন। শক্ত হলে দরকার নেই।

(৫) পিড়িতে সামান্য ময়দা ছিটিয়ে ১/২ সে. মি. করে ময়দার তাল বেলে নিন রুটির মতো করে। এরপর গোল ছাঁচ দিয়ে গোল গোল করে দূরে দূরে কাটুন। গোলাকার টিনের নকসা দিয়েও কাটতে পারেন।

(৬) বেকিং ট্রেতে একটা থেকে একটা সামান্য দূরে দূরে সাজিয়ে রাখুন। ওভেনে ২০০° তে ওভেনে ২০ মিনিট বেক করুন।

তৈরী হয়ে গেল নোনতা বিস্কুট। ঘরে বসেই তৈরি করুন এই বিস্কুটটি এবং চা কিংবা কফির সাথে পরিবেশন করুন।

 

পদ্ধতি: প্রথমে একটি বাটিতে মাখন নিয়ে ভালো ভাবে বিট করে এর সঙ্গে লবণ ও চিনি একসঙ্গে দিয়ে আবারও বিট করে মিশিয়ে নিন। তারপর এর সঙ্গে কালিজিরা দিয়ে মিশিয়ে নিন।

এখন এই মিশ্রণের সঙ্গে অর্ধেক ময়দা দিয়ে মাখান। তারপরে কিছু কিছু ময়দা দিয়ে মাখতে থাকুন। ডো শক্ত হলে হাতের তালু দিয়ে ভালোভাবে মাখুন। ডো নরম মনে হলে অল্প ময়দা যোগ করুন। শক্ত হলে অল্প মাখন দিতে পারেন।

 

এবার ২০০ ডিগ্রি তাপমাত্রায় ওভেন প্রিহিট করে নিন। এরপর ডো থেকে ছোট ছোট মোটা করে রুটি বেলার মতো রুটি তৈরি করে নিজের পছন্দ মতো আকারে কেটে নিন এবং একটি বেইকিং ট্রেতে বেকিং শিট বিছিয়ে তার ওপর সাজিয়ে রাখুন। ওভেন প্রিহিট হয়ে গেলে বেইকিং ট্রেটি ওভেনে দিয়ে আনুমানিক ১২ মিনিট অথবা বিস্কুট সোনালি হয়ে আসা পর্যন্ত বেইক করে নিন। বেইক হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে নিন। এতে বেশ মচমচে ভাব আসবে। এই বিস্কুট এবং চা কিংবা কফির সঙ্গে নাস্তায় হিসেবে পরিবেশন করতে পারেন।
বিস্কুট প্রস্তুত করণ

বিস্কুট প্রস্তুত করণ নিয়ে বিস্তারিত ঃ

Leave a Comment