কাঁচা আম দ্বারা কাশ্মীরি আচার প্রস্তুত করণ | ফুড প্রেসেরভেশন

কাঁচা আম দ্বারা কাশ্মীরি আচার প্রস্তুত করণ ক্লাসটি “ফুড প্রেসেরভেশন-১ (৬৬৯৪২)/Food Preservation-1 (66942)” বিষয়ের পাঠ। আজকের ক্লাসটি “ফুড প্রসেসিং & প্রেসেরভেশন-১/Food Processing & Preservation-1” কোর্সের অংশ। ফুড প্রেসেরভেশন-১ (৬৬৯৪২) [ Food Preservation-1 (66942) ] কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের [Bangladesh Technical Educaiton Board, BTEB], ভাকেশনাল [Vocational] ডিসিপ্লিনের, ফুড [Food] ট্রেডের অংশ।

 

কাঁচা আম দ্বারা কাশ্মীরি আচার প্রস্তুত করণ

 

আমের মৌসুম বলে কথা। কাঁচা আমের মৌ মৌ গন্ধে আনচান করে মন। কাঁচা আম মানেই নানা রকম মুখরোচক আচার। আচার খেতে কম-বেশি সবাই পছন্দ করেন। খিচুড়ী, ডাল-ভাত বা পোলাও সব কিছুর সঙ্গে আচার কিন্তু মন্দ নয়। বছরের এই সময়টা আচার তৈরি করে সারা বছর তা সংরক্ষণ করা যায়। অনেকেই বিভিন্ন ধরনের আচার খেয়েছেন হয়তো। তবে আজ আপনাদের জন্য থাকছে আমের কাশ্মীরি আচারের রেসিপি।

 

কাশ্মীরি আচার কাঁচা আম দ্বারা কাশ্মীরি আচার প্রস্তুত করণ | ফুড প্রেসেরভেশন

 

উপকরণঃ

* কাঁচা আম আটি শক্ত হয়েছে এমন – ৫০০ গ্রাম

* চিনি- ৭৫০ গ্রাম

* সিরকা- আধা কাপ

* লবণ পরিমাণমতো

* শুকনো মরিচ কুচি- এক চা চামচ

* লবঙ্গ-২/৩টা

* এলাচ- ২টা

* আদা টুকরা- এক টেবিল চামচ

* পানি- পরিমাণ মতো।

 

প্রস্তুত প্রণালিঃ

* আমগুলো পছন্দমতো টুকরো করে ধুয়ে নিন সামান্য লবণ মাখিয়ে ২০/২৫ মিনিট রাখুন।

* আম থেকে টক পানি বের হবে, এভাবে ২/৩ বার করে নিয়ে পারেন।

* আমগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

* পাত্রে পরিমাণমতো পানি ও চিনি, ২/৩ লবঙ্গ, ২ টা এলাচ দিয়ে সিরা তৈরি করুন।

* সিরার মধ্যে আম দিয়ে জ্বাল দিতে থাকুন , আমের রঙ পরিবর্তন হয়ে স্বচ্ছ হয়ে এলে শুকনো মরিচ কুচি করা, আদার টুকরা, সিরকা দিন।

* সিরা পছন্দ মতো ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে কাঁচের বোতলে ভরে রাখুন। (এলাচ এবং লবঙ্গ তুলে নিন)

 

পরিমাপ যন্ত্রের ব্যবহার

 

কাঁচা আম দ্বারা কাশ্মীরি আচার প্রস্তুত করণ নিয়ে বিস্তারিত ঃ

 

আরও দেখুন : 

Leave a Comment