Site icon Food & Culinary Arts Gurukul [ খাদ্য ও রন্ধনশিল্প গুরুকুল ] GOLN

নমুনা খাদ্যে চিনির পরিমাণ নির্ণয়করণ

নমুনা খাদ্যে চিনির পরিমাণ নির্ণয়করণ

ব্যবহারিক নং-০৭ / নমুনা খাদ্যে চিনির পরিমাণ নির্ণয়করণ

নমুনা খাদ্যে চিনির পরিমাণ নির্ণয়করণ

উদ্দেশ্য (Objects) ১। সুগার এর পরিমাণ নির্ণয় করা সম্পর্কে জানা।

২। Feeling test সম্পর্কে জ্ঞান লাভ করা ।

৩। Non Reducing sugar-এর শতকরা পরিমাণ বের করা।

 

 

তত্ত্ব (Theory) ঃ এ পরীক্ষার মাধ্যমে একটি জানা আয়তনের Standard অ্যালকেলাইন কপার Requent কে সম্পূর্ণরূপে রিডিউস করতে যে আয়তনের Sugar solution এর প্রয়োজন হয়, তা নির্ণয় করা হয় এবং এটার সাহায্যে Non Reducing sugar- এর পরিমাণ বের করা হয়।

2 Cu + 4 (OH)  Buffer/→ Cu2O2 + 2H2O

CuO2 + Reducing Sugar (blue)→ Sugar acid (Red)

বিকারক (Reagents):

(i) Fehling solution (A)

(ii) Fehling solution (3)

(iii) Methylene blue ( Indicator)

(iv) Standard dextrose solution.

(v) Neutral lead acetate solution.

(vi) Potassium oxalate solution (10%)

 

 

যন্ত্রপাতি (Required Instrument) :

(i) Flax

(ii) Beaker

(iii) Pipette

(iv) Burette

(v) Funnel

(vi) Measuring Cylinder.

কার্যপদ্ধতি (Procedure) :

Standardization of fehling solution: Standard dextrose solution 4 Indicator 43 Fehling solution কে টাইট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে Standardize করতে হবে এবং Dextrose solution এর আয়তন অর্থাৎ Titrate Value লিখে রাখতে হবে।

ধরা যাক এটার মান (Titrate value) = x

Sample sugar solution:

১। Sample sugar salution হতে 5ml দ্রবণ একটি 100 ml ফ্লাঙ্কে নিয়ে এতে 5 ml (HCl) অ্যাসিড যোগ করি এবং তিন মিনিট উত্তপ্ত করতে হবে।

২। পরে ঠান্ডা করতে হবে ও NaOH এর সহায়তা ফেনফথ্যালিনের উপস্থিতিতে একে নিরপেক্ষ করতে হবে এবং এ দ্রবণের আয়তন 100 ml পূর্ণ করতে হবে।

৩। এখন এ সম্পূর্ণ দ্রবণটি Fehling দ্রবণের সহায়তায় Titration করতে হবে এবং Total inverted Sugar ‘B’ এর পরিমাণ নির্ণয় করতে হবে।

৪ । Invertion এর পূর্বে Sample Sugar solution এর সহায়তায় রিডিউসিং সুগার এর পরিমাণ বের করতে হবে।

 

ফলাফল ( Result ) :

সাবধানতা (Caution) :

১। প্রশিক্ষকের অনুমতি ব্যতীত কোনো Chemical এ নাড়াচাড়া কিংবা হাত দেয়া যাবে না ।

২। সলিউশন তৈরি করার সময় সাবধানতার সাথে মাপ নিয়ে করতে হবে।

৩। টাইট্রেশন সঠিকভাবে সম্পূর্ণ করতে হবে।

মন্তব্য ঃ পরীক্ষণটি সম্পন্ন করে খাদ্যে Sugar এর পরিমাণ ও Fehling test নির্ণয়ের বাস্তব দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করলাম।

 

আরও পড়ূনঃ

Exit mobile version