Site icon Food & Culinary Arts Gurukul [ খাদ্য ও রন্ধনশিল্প গুরুকুল ] GOLN

টমেটো সস প্রস্তুত করণ | ফুড প্রেসেরভেশন

টমেটো সস প্রস্তুত করণ

টমেটো সস প্রস্তুত করণ

টমেটো সস প্রস্তুত করণ ক্লাসটি “ফুড প্রেসেরভেশন-১ (৬৬৯৪২)/Food Preservation-1 (66942)” বিষয়ের পাঠ। আজকের ক্লাসটি “ফুড প্রসেসিং & প্রেসেরভেশন-১/Food Processing & Preservation-1” কোর্সের অংশ। ফুড প্রেসেরভেশন-১ (৬৬৯৪২) [ Food Preservation-1 (66942) ] কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের [Bangladesh Technical Educaiton Board, BTEB], ভাকেশনাল [Vocational] ডিসিপ্লিনের, ফুড [Food] ট্রেডের অংশ।

 

টমেটো সস প্রস্তুত করণ

টমেটো শীতকালীন সবজি হওয়ায় এই সময়টা টমেটো বেশ সহজলভ্য। তাই নিজের চাহিদা মতো সারা বছরের জন্য টমেটো কিনে তা সস বানিয়ে সংরক্ষণ করে নিতে পারেন। বিভিন্ন পদ রান্না করা থেকে শুরু করে ভাজাপোড়া খাবারের সঙ্গে টমেটো সসের জুড়ি নেই।

 

 

আমরা সাধারণত টমেটো সস বাজার থেকে কিনেই খাই। তবে আপনি চাইলে কিন্তু ঘরে বসেই তৈরি করতে পারেন এই সস। আমরা আজকে আলোচনা করবো ঘরে বসেই টমেটো সস তৈরি করার সহজ রেসিপি-

১. টমেটো ২ কেজি
২. চিনি ৪ টেবিল চামচ
৩. লবণ পরিমাণ মতো
৪. মরিচ ২ টেবিল চামচ
৫. পেঁয়াজ ২টি (মাঝারি)
৬. ভিনেগার এক কাপ
৭. রসুন বাটা সামান্য ও
৮. দারুচিনি গুঁড়া বা আস্ত একটি।
পদ্ধতি
প্রথমে টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিন। তারপর চার ভাগ করে কেটে সেদ্ধ করুন। টমেটোর সঙ্গে পেঁয়াজ কুঁচি, রসুন ও দারুচিনি মিশিয়ে দিন। এরপর বলক এলে চুলা বন্ধ করুন। টমেটোর মিশ্রণ ঠান্ডা করে নিন। 
এরপর একটি ছাকনির সাহায্যে টমেটোর মিশ্রণ ছেঁকে নিন। তারপর একটি প্যান গরম করে চিনি ও লবণ মিশিয়ে দিন। সামান্য মরিচ গুঁড়া ও ভিনেগার দিয়ে অনবরত নেড়ে নিন।
যখন নাড়তে নাড়তে টমেটোর মিশ্রণ ঘন হয়ে যাবে তখন হাতের দুই আঙুলে নিয়ে যদি আঠার মতো হয়, তাহলে বুঝতে হবে তৈরি হয়ে গেছে টমেটো সস। এরপর চুলা বন্ধ করে দিন। ঠান্ডা হলে বোতলে সংরক্ষণ করুন। সব সময় টমেটো সস রেফ্রিজারেটরে রাখবেন, তাহলে সহজে নষ্ট হবে না। বড় বোতলে রাখলেও ছোট ছোট সসের বোতলে দৈনিক খাওয়ার জন্য আলাদা করে রাখুন। তাহলে পুরোটা আর নষ্ট হবে না।

 

 

টমেটো সস প্রস্তুত করণ নিয়ে বিস্তারিত ঃ

 

আরও দেখুন : 

Exit mobile version