Site icon Food & Culinary Arts Gurukul [ খাদ্য ও রন্ধনশিল্প গুরুকুল ] GOLN

বিভিন্ন দেশের জাতীয় খাবার

বিভিন্ন দেশের জাতীয় খাবার

কোন দেশের জাতীয় খাবার হচ্ছে এমন একটি খাবার, যা কোন দেশের সংগে সামগ্রিকভাবে যুক্ত। এধরণের খাবার সেদেশের জাতীয় ঐতিহ্যের অংশ।

 

রোমানিয়া ও মোল্দাভিয়ার জাতীয় খাবার – সারমেল সাথে মামালিগা

 

একটি খাবার, কয়েকটি কারণে জাতীয় খাবার হিসেবে বিবেচিত হতে পারে:

 

ফিলিপাইনের জাতীয় খাবার – ফিলিপাইনের এডোবো

 

জাতীয় খাবার ব্যক্তি পরিচয় এবং জাতীয় পরিচয় তুলে ধরে। ইউরোপীয় সাম্রাজ্য বিকাশের সময় থেকে প্রতিটি জাতি বা দেশ নিজেদের জাতীয় খাবার উন্নয়নে মনোযোগী হয় যাতে তাদেরকে প্রতিদ্বন্দ্বী জাতি থেকে পৃথক করে তোলে।

 

মধ্য এশীয় রন্ধনশৈলীর একটি জাতীয় খাবার – Pilaf (পিলাফ)

 

বিভিন্ন দেশের জাতীয় খাবার:

 

আরও পড়ুন:

 

বিভিন্ন দেশের খাবারের ছবি:

Exit mobile version